সোনা চোরাচালান সিলেটের ওসমানী বিমানবন্দরে-জব্দ সাড়ে ৩ কেজি
সিলেট প্রতিনিধি : সিলেট ওসমানী বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের ফ্লাইটের ভেতর থেকে ৩০টি সোনার বার আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধি-দপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানান। আটক স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৩ কেজি। মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
আজ রবিবার সকালে এই বারগুলো আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসার পথে সিলেটে অবস্থান করার সময় বিজি-১২৮ এর সিট ৪৫সি এর ওপর থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এই স্বর্ণ উদ্ধার করা হয়।