• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

সোনালী ব্যাংকের ৮৬ কোটি টাকা লুটপাট-হলমার্ক চেয়ারম্যান জেসমিন পাকরাও


প্রকাশিত: ৯:১৮ পিএম, ১ নভেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৮৩ বার

 

বিশেষ প্রতিনিধি : অবশেষে খেল খতম হচ্ছে হলমার্ক চেয়ারম্যান জেসমিনের। আজ হলমার্কের চেয়ারম্যান জেসমিন 1ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মতিঝিল থানার একটি অর্থ আত্মসাৎ মামলায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জাতিরকন্ঠকে জানান, সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ সহকারী পরিচালক জয়নাল আবদিন বাদী হয়ে মঙ্গলবার সকালে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জেসমিনসহ ১২ জনকে আসামি করা হয়।