সোনারগাঁওয়ে কনভোকেশন অনুষ্ঠিত-বাংলাদেশেই মিলছে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন ডিগ্রি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি এম ইউ) অর্থাৎ পিজি হাসপাতালেই মিলছে এই কোর্স। যা ইউরোপের বাইরে একমাত্র পরীক্ষা সেন্টার। সম্প্রতি ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশেই মিলছে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি এম ইউ) অর্থাৎ পিজি হাসপাতালেই মিলছে এই কোর্স। যা ইউরোপের বাইরে একমাত্র পরীক্ষা সেন্টার। সম্প্রতি ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ই এপ্রিল বাংলাদেশে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন ডিগ্রির কনভোকেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন আয়োজিত এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টাডি অফ পেইন এর সহযোগিতায় ২৬ তম পেইন কংগ্রেস’২৫ এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কংগ্রেসে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুইজারল্যান্ড ইতালি সিঙ্গাপুর জাপান এবং আয়ারল্যান্ড সহ বিভিন্ন আন্তর্জাতিক পেইন বিশেষজ্ঞ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এর আগে ১১ এবং ১২ এপ্রিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি এম ইউ) অর্থাৎ পিজি হাসপাতালে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিসিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা ইউরোপের বাইরে একমাত্র পরীক্ষা সেন্টার। এই পরীক্ষা এবং আন্তর্জাতিক পেইন কংগ্রেসের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন অধ্যাপক ডাক্তার এ কে এম আখতারুজ্জামান যিনি পিজি হাসপাতালের পেইন মেডিসিন ডিভিশন এর প্রধান।
এই কনভোকেশনে ডাক্তার মোঃ মাজহারুল আলম (মাজহার) জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। ডা. মাজহার ২০২৪ সালে সর্বোচ্চ মার্ক নিয়ে এই আন্তর্জাতিক ডিগ্রী অর্জন করেন। তিনি বলেন এই ডিগ্রি আমাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দিয়ে বাংলাদেশের ব্যথার রোগীদের চিকিৎসা সেবায় অনেক সাফল্য এনে দিয়েছে। তিনি বলেন, তার এই সাফল্যের পেছনে প্রধান কারিগর ছিলেন অধ্যাপক ডাক্তার একেএম আখতারুজ্জামান। বাংলাদেশের পেইন মেডিসিন চিকিৎসা আন্তর্জাতিক মানের হোক বিজ্ঞানসম্মত রোগীবান্ধব হোক এটা তিনি প্রত্যাশা করেন।