• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

সৈয়দপুরে সিম্ফনী মোবাইল সেট বিস্ফোরণে যুবক আহত


প্রকাশিত: ১২:১৫ এএম, ৮ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৪৮ বার

সৈয়দপুর-নীলফামারী. প্রতিনিধি:    সৈয়দপুরে মোবাইল ফোন সেটmobile-set blast simphoni-www.jatirkhantha.com.bd বিস্ফোরণে মো. আকবর আলী (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।সোমবার বিকেলে শহরের শেরে বাংলা সড়কের সৈয়দপুর প্লাজার স্মৃতি মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে। আহত আকবর আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত আকবর আলী জানান,  প্রতিদিনের মতো সোমরার বিকেলে নিজের সিমফোনি ব্র্যান্ডের মোবাইল ফোন সেট পকেটে নিয়ে দোকানে বসেছিলেন। বেলা দেড়টার দিকে হঠাৎ মোবাইল সেটটি বিস্ফোরিত হয়। এতে তার প্যান্টে আগুন ধরে যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর আগেই তার কোমরের নিম্নাংশ ঝলসে যায়। পরে দোকানের অন্য কর্মচারীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।