• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

সেলিব্রেটি ক্রিকেটে লংকাকান্ড


প্রকাশিত: ৫:৩৭ এএম, ১ অক্টোবর ২৩ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

রাজের মার খেয়ে হাসপাতালে নায়িকা রাজ রিপা

বিনোদন রিপোর্টার : সেলিব্রেটি ক্রিকেট লীগের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে গিয়ে ঢালিউড নায়িকা রাজ রিপা গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। তার এ আহত হওয়ার ঘটনায় রাজ রিপা আঙুল তুলেছেন শরীফুল রাজসহ আরও কিছু তারকার বিরুদ্ধে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নেয়া রাজ রিপা সংবাদমাধ্যমকে জানান, প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামেন মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দল। খেলায় মোস্তফা কামাল রাজের দল ১২০ রানের টার্গেট দিলে ম্যাচ শেষে অন্যায্যভাবে ৬ রানের জয় পায়।

রাজ রিপা আরও জানান, সিসিএলের ম্যানেজমেন্ট চরকির চামচা। কারণ চরকিতে মোস্তফা কামাল রাজ, রায়হান রাফি এরা আছে।হেরে গিয়েও তারকাদের ক্রিকেট খেলাকে উদযাপন করছিলেন দীপংকর দীপনের দলের সদস্যরা। হঠাৎই তাদের ওপর হামলা চালায় মোস্তফা কামাল রাজের দল। এমনকি হুমকিও দেন, মাঠের বাইরে যাওয়ার পর মেরে ফেলার।

দীপংকর দীপনের দলের সদস্যদের দাবি, এখানে খেলতে আসা সবাই তারকা নন। মোস্তফা কামাল রাজের দলে সন্ত্রাসি আর বস্তির ছেলেদের নিয়ে এসে খেলানো হচ্ছে। তাই এটা কোনোভাবেই সিসিএল (সেলিব্রেটি ক্রিকেট লীগ) হতে পারে না।
এদিকে হাসপাতালে আহত রাজ রিপা কান্নায় ভেঙে পড়ে সময় সংবাদমাধ্যমে দাবি করেন, তাদের দল ভালো খেললেও, চার- ছক্কা হাঁকালেও তা অন্যায্যভাবে দেয়নি রেফারি। রাজ রিপা আরও বলেন, অন্যায়ভাবে খেলা জেতার পর আমাদের ওপর হামলা করে। দলের কয়েকজনকে তুলে নিয়ে বেধরক মারে। মনোজ প্রামাণিককে এখনও খুন করার জন্য চেষ্টা করছেন। আহত হয়ে ৬ জন এখন হাসপাতালের বেডে চিকিৎসা নিচ্ছেন। আমার ক্যারিয়ার নষ্ট করারও হুমকি দিয়েছে।

এরপরই রাজ রিপা বলেন, মদ্যপ অবস্থায় খেলতে এসে খেলায় বিশৃঙ্খলা করেছে মোস্তফা কামাল রাজ ও ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। সকালের ম্যাচে আমাদের কাছে রায়হান রাফির দল হেরে যাওয়ায় মোস্তফা কামাল রাজের দল নানা কূটনীতি চালে অন্যায়ভাবে আমাদের দলের ভালো খেলোয়ারদের মাঠে নামতে দেয় না। অথচ তাদের দলে তারকা নয়, এমন অনেকে খেলেছে। খেলার ম্যানেজমেন্ট আর রেফারিও তাদের পক্ষে কাজ করেছে। তাই ম্যাচ শেষে অন্যায়ভাবে জয়ী হওয়ার পরই আমাদের ওপর হামলা চালায় তারা।