• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

সেনাবাহিনীর সেক্রেটারী পদে সমকামী এরিক ফ্যানিং কে মনোনয়ন দিলেন ওবামা


প্রকাশিত: ৩:১৫ পিএম, ২০ সেপ্টেম্বর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

1_107484ওয়াশিংটন পোস্ট অবলম্বনে হাসানুর রহমান হাসান: সেনাবাহিনীর সেক্রেটারী পদে এরিক ফ্যানিং নামে এক সমকামীকে মনোনয়ন দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কোনও সমকামীকে সেক্রেটারি পদের জন্য মনোনয়ন মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এই প্রথম। আর সেই নজিরটিই সৃষ্টি করলেন প্রেসিডেন্ট ওবামা।

সমকামীদের অধিকার এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমকামীদের নিয়োগ নিয়ে বহু দিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন এই ফ্যানিং। এ কারণে আলাদা একটি পরিচয় গড়ে উঠেছে ফ্যানিংয়ের। নিজেও কাজ করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে।

গত ২৫ বছর ধরে কংগ্রেস এবং পেন্টাগনের বিভিন্ন দায়িত্ব সামলানো ফ্যানিং ছিলেন নিরাপত্তা সচিব অ্যাশ কার্টারের বিশেষ সচিব এবং চিফ অব স্টাফ। তার মনোনয়নের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বহু দিন ধরেই বিভিন্নি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এরিক। তার অভিজ্ঞতাও প্রচুর। আশা করি নতুন দায়িত্বও তিনি সঠিক ভাবেই পালন করবেন।’এরিকের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন পেন্টাগনের প্রধান কার্টার। তার মতে, ‘ফ্যানিং এলে বাহিনী আরও শক্তিশালী হবে।’