সেক্সের শহর থেকে পুরো শহর এইডসের শিকার-মৃত্যুর প্রহর গুনছেন বাসিন্দারা
মেক্সিকো থেকে শেলী কাদের : নারী নিয়ে অপকর্ম আর বেলেল্লোপনার খেসারত দিচ্ছে একটি শহর। যখন সারা বিশ্ব এডস নিয়ে সচেতনতার দিকে এগিয়ে চলেছে তখন মেক্সিকোর একটি শহর পুরো উল্টো পথে হাঁটা শুরু করেছে।
শহরের নাম তিজুয়ানা। পুরোপুরি এডসের কবলে চলে গিয়েছে। এখানে মহামারীর আকার ধারণ করেছে এই মারণ রোগ। শহরবাসীর আর্থিক অবস্থা এতই খারাপ যে চিকিত্সা করার সামর্থ্য পর্যন্ত নেই। ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিত এক সময় এই শহর ছিল শিল্প ও অর্থনীতি সমৃদ্ধ অঞ্চল।
প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসতেন সময় কাটাতে। কিন্তু এখন মৃত্যুর প্রহর গুনছে তিজুয়ানা। এই শহরে প্রায় ১৬ লক্ষ লোকের বাস। অধিকাংশ মানুষই এখন এডসের শিকার। সম্প্রতি এক ফোটোগ্রাফার ওই শহরের ছবি তুলেছেন। ছবিতে যে ভয়াবহতা ধরা পড়েছে তা দেখে শিউরে উঠেছেন অনেকেই।