• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সেক্সি জয়া এবার ‘বিউটি সার্কাসে


প্রকাশিত: ৪:২৮ এএম, ১৪ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪০১ বার

বিনোদন রিপোর্টার  :  বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সরকারি অনুদানের চলচ্চিত্র ‘বিউটি 0সার্কাস’-এর সহযোগিতায় থাকবে জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।

ছবিটিতে জাজের যুক্ত হওয়া নিয়ে ছবির পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘জাজের সঙ্গে আমাদের প্রাথমিক আলাপ হয়েছে। কিন্তু ‘বিউটি সার্কাস’-এ জাজ থাকবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি।

ব্যাটে-বলে মিললেই জাজ সহ-প্রযোজক হিসেবে থাকতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে অধিকাংশ পত্রিকা আমার সঙ্গে আলাপ না করেই অনেক সংবাদ প্রচার করেছে। এ জন্য সংবাদে কিছু মিথ্যা রয়েছে।’

ছবির শুটিং কবে শুরু হবে জানতে চাইলে মাহমুদ দিদার বলেন, ‘আমরা আসছে অক্টোবরে ছবির শুটিং শুরু করব। শীতকাল আমাদের টার্গেট। চলচ্চিত্রের গল্পে শীতকালের দৃশ্যের প্রভাব রয়েছে।’
জয়া আহসান ছাড়া বিউটি সার্কাসের অন্যশিল্পীরা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান মাহমুদ দিদার।