‘হাসিনা’ গ্রেপ্তার
‘মুজিব’ সিনেমার সেই হাসিনা এবার লালঘরে-। তাকে পাকড়াও করেছে ডিবি। এই সেই নুসরাত যিনি সাবেক স্বৈরাচার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।
স্টাফ রিপোর্টার : নুসরাত ফারিয়া তথা ‘মুজিব’ সিনেমার সেই হাসিনা এবার লালঘরে-। তাকে পাকড়াও করেছে ডিবি। এই সেই নুসরাত যিনি সাবেক স্বৈরাচার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানার মামলায় নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (১৮ মে) রাতে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।এর আগে, দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সেখান থেকে নুসরাত ফারিয়াকে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে।
জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ওই আন্দোলনের বিরোধিতা করেন এবং আওয়ামী লীগের পক্ষে অর্থায়ন করেছেন।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘মুজিব একটি জাতির রুপকার’ ছবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। ৫ আগস্টের পর যা নিয়ে শুরু হয় বিতর্ক। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামই হয়েছে মামলা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নুসরাতে ফারিয়া।
ফ্ল্যাশব্যাক-
দুই বাংলায় সমান জনপ্রিয় নুসরাত ফারিয়া। বাণিজ্যিক ঘরানার সিনেমায় নিজেকে ভালোভাবে মেলে ধরেছেন তিনি। যদিও এখন পর্যন্ত বলার মতো কোনো ব্যবসাসফল সিনেমা উপহার দিতে পারেননি। তবে গ্ল্যামারের কারণে একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন।
তবে ফারিয়ার ক্যারিয়ারে অন্যতম পাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা। সেকারণে বেজায় উচ্ছ্বসিত এ অভিনেত্রী।এর আগে গণমাধ্যমকে ফারিয়া বলেছিলেন, ‘এ রকম একটা চরিত্রে করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে। এমন সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তে। তাই সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মতো।’
বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সিনেমাটির নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ১৩ অক্টোবর মুক্তি পাবে বহু আকাঙ্ক্ষিত এই ছবি।এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় দেখা যাবে আরিফিন শুভকে। এ ছাড়া তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীসহ আরও অনেকে অভিনয় করেছেন।