• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

সেই নারীবাজ দারোগা অবশেষে লালঘরে


প্রকাশিত: ৫:২২ পিএম, ২০ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

বিশেষ প্রতিবেদক     :  রাজধানীতে বেসকারকারি বিশ্ববিদ্যালয়ের  ছাত্রীর শ্লীলতাহানি করে দাপট দেখানো সেই এসআই রতন অবশেষে লালঘরের-কারাগারে। ছাত্রী লাঞ্ছনার naribaj daroga-www.jatirkhantha.com.bdঅভিযোগে দায়ের করা মামলায় আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এসআই রতন কুমার হালদার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন কুমার হালদার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। পরদিন ঐ ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করেন। আদালত মামলা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় । গত ১৬ ফেব্রুয়ারি এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।