• বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪

সেই খিলাড়ি রুবেল পাকরাও


প্রকাশিত: ৫:৫০ পিএম, ১৫ নভেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯৮ বার

কোর্ট রিপোর্টার  :  আদালত থেকে পালানো গারো তরুণী মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে ৬ দিনের 0রিমান্ডে নিয়েছে পুলিশ।মঙ্গলবার তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক বি এম মামুন। শুনানি শেষে ঢাকা মহানগরের বিজ্ঞ হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এরআগে মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে আদালত থেকে পালানো রুবেলকে গ্রেফতার করে পুলিশ।

রোববার পুরান ঢাকার আদালত পাড়া থেকে দুই পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে রুবেল পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন‌্য ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গত শুক্রবার বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে (২৬) গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।

গত ২৫ অক্টোবর ঢাকায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়েছিল। পুলিশ ওইদিনই সালাউদ্দিন মিনা নামে রুবেলের এক সহযোগীকে গ্রেফতার করে।খিলক্ষেতের একটি বিউটি পার্লারে কাজ করতেন ওই গারো তরুণী। গত ২৫ অক্টোবর তিনি তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের বাড়িতে যান। বিকাল ৪টার দিকে সেখান থেকে বের হওয়ার পরপরই স্থানীয় সাত-আট যুবক তাদের ঘিরে ফেলে এবং মারধর করে।

পরে তরুণীকে জোর করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে রুবেল তাকে ধর্ষণ করে।পুলিশ জানায়, রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় মামলা রয়েছে। সর্বশেষ বাড্ডায় থানায় তার বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের হয়। এ থানায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা আছে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় আছে আরও ১৪টি মামলা।