• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

সুপ্রিম কোর্টে সিনহা যুগের অবসানে..


প্রকাশিত: ৯:৫৭ পিএম, ১৫ অক্টোবর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

বিশেষ প্রতিনিধি :  সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একান্ত সচিব (পিএস) মো. sinha-go-www.jatirkhantha.com.bdআনিসুর রহমানসহ ১০ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করেছে আইন মন্ত্রণালয়। রোববার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে বদলির এই সুপারিশ এলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা তা অনুমোদন দেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়া নিয়ে বিতর্কের মধ্যে এই বদলির ঘটনা ঘটল।

গেলো ১ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির কথা জানিয়ে চিঠি দেন। পরে তার ছুটি আরও ৯ দিন বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত করা হয়।এই ছুটি নিয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছিলেন, প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় একমাসের ছুটির আবেদন করেছেন।

তবে গেলো শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের প্রধান বিচারপতি জানান, তিনি সুস্থ। সরকারকে ভুল বোঝানো হচ্ছে।
এক বিবৃতিতে তিনি এও দাবি করেন, ‘প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোনো রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিন মাফিক দৈনন্দিন কাজ করবেন, এটিই হয়ে আসছে’ যোগ করেন তিনি। ওই বিবৃতিতে বিচার বিভাগে হস্তক্ষেপ করলে তা  রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না বলেও দাবি করেন তিনি।