• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

সুন্দরী মায়ান্তি নারী থেকে পুরুষ হয়ে গেলেন !


প্রকাশিত: ১০:০০ এএম, ২২ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮২ বার

মীরা নায়ার দ্ল্লিী থেকে  :  মায়ান্তি ল্যাঙ্গার ছিলেন নারী। হয়ে গেলেন পুরুষ। এতটা বদলে গেলেন mayanti-langer-www.jatirkhantha.com.bdকীভাবে? মায়ান্তি জনপ্রিয় সঞ্চালিকা। ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী তিনি। সেই মায়ান্তি ল্যাঙ্গারকে নিয়ে আবার সরব সোশ্যাল মিডিয়া। এই সুন্দরী নারী সঞ্চালিকাকে নিয়ে অতীতে কম কালি খরচ হয়নি। মাঝে সব বন্ধ হয়ে গিয়েছিল।

আবার নতুন করে ভক্তরা তাকে ট্রল করতে শুরু করে দিয়েছেন। কয়েক দিন আগে মায়ান্তির স্বামী ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনি তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কমেন্ট বক্স ব্লক করে দিয়েছিলেন। যার ফলে ভক্তদের গঞ্জনা আর শুনতে হচ্ছিল না বিনিকে।

এবার নতুন করে মায়ান্তি বিতর্কে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে তাকে ‘মিস্টার মায়ান্তি’ বলে স্বাগত জানানো হয়েছে। এটা নিছকই ভুল। ইচ্ছাকৃত ছিল না। কটকে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সঞ্চালনা করতে গিয়েছিলেন মায়ান্তি।

সেই সময়ে বিমানবন্দরে তাকে ‘মিস্টার’ বলে স্বাগত জানানো হয়। সেই ছবিই মায়ান্তি পোস্ট করেন নিজের অ্যাকাউন্টে। আর তার পরেই শুরু হয়ে যায় ভক্তদের ট্রল। স্টুয়ার্ট বিনিকে নিয়েও কটু কথা বলতে শুরু করে দেন ভক্তরা। মায়ান্তি অবশ্য এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি।