• সোমবার , ২৭ জানুয়ারী ২০২৫

সুন্দরী বিমানবালার সেক্সি ছবি তোলার খেসারতে লালঘরে বাংলাদেশি যুবক


প্রকাশিত: ৮:৪৮ পিএম, ২২ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৬৬৩ বার

কলকাতা থেকে মিরা নায়ার  :  বিমানে এয়ার হোস্টেসের ছবি তোলা ও ভিডিও করার অভিযোগে air hostes in-www.jatirkhantha.com.bdঅসীম ভৌমিক (৩৮) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে কলকাতা পুলিশ।এয়ার ইন্ডিয়ার বিমানটি আজ সকালে কলকাতা থেকে মুম্বাই যাচ্ছিল।

কলকাতা ২৪’র এক প্রতিবেদনে বলা হয়, আটক ওই বাংলাদেশি এয়ার ইন্ডিয়ার ইন্ডিগো ফ্লাইটে ২৩ বছর বয়সী এক এয়ার হোস্টেসের অগোচরে তার ছবি তোলেন ও ভিডিও করেন। এয়ার হোস্টেসের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বাংলাদেশি ওই যাত্রীকে আটক করে।

এদিকে, এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি ওই এয়ার হোস্টেসের শরীরের কিছু অংশের ছবি তুলছিল এবং ভিডিও করছিল।বিমানবন্দর পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী আটক ওই বাংলাদেশির নাম অসীম ভৌমিক।