• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

সুন্দরী নারী নিয়ে স্বামী হানিমুনে-বাড়িতে আগুন দিলেন প্রথম স্ত্রী!


প্রকাশিত: ৬:১৪ পিএম, ১৯ মে ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৩৮ বার

গালফ নিউজ অবলম্বনে আসমা খন্দকার   :  স্বামী দ্বিতীয় বিয়ের পর হানিমুনে গেছেন এমন তথ্য পাওয়ার পর ক্ষোভে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন স্ত্রী। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের 1জাজান পোর্ট শহরে এ ঘটনা ঘটেছে।

বুধবার সৌদি সংবাদমাধ্যম আল সাদার বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে বলছে, ১০ বছর আগে বিয়ে করা ওই নারীর ছয় সন্তান রয়েছে।

সব কিছু ঠিক ছিল বিপত্তি ঘটেছে স্বামীর কাছে থেকে পাওয়া দ্বিতীয় বিয়ের খবরে। স্বামী এসএমএস করে তাকে জানান, দ্বিতীয় বিয়ের পর হানিমুনের জন্য দেশের বাইরে রয়েছেন তিনি। এরপরই আর তাকে আটকায় কে?
2
ক্ষোভ ও রাগ নিয়ন্ত্রণ করতে না পেয়ে শেষ পর্যন্ত নিজের ঘরে আগুন ধরিয়ে দেন স্ত্রী। পুড়ে ছাই হয়ে যায় পুরো ঘর। কিন্তু চোখের সামনে বসত ঘর পুড়তে দেখে আবারো তার হৃদয় ডুকরে উঠে। আগুন নিয়ন্ত্রণের জন্য চিৎকার করে প্রতিবেশিদের সহায়তা চান।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আল সাদা বলছে, অগ্নিকাণ্ডে ওই নারীর পাঁচ বছর বয়সী এক সন্তান আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।