• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

সুন্দরীর জাতীয়তাবোধে তুচ্ছ হলো ২১ কোটি টাকার দেনমোহর


প্রকাশিত: ৫:০৭ পিএম, ৫ মার্চ ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

 

 

sudani lady-www.jatirkhantha.com.bd
ডেস্ক রিপোর্টার :   এক সুন্দরীর জাতীয়তাবোধে তুচ্ছ হলো ২১ কোটি টাকার দেনমোহর? প্রায় ২১ কোটি টাকার দেনমোহর ফিরিয়ে দিলেন সুদানি সুন্দরী।তিনি বললেন- না তিনি সৌদি ধনকুবের কে বিয়ে করবেন না। কারণ, তিনি নিজে সুদানি হিসেবে গর্বিত; কাজেই তিনি একজন সুদানিকেই বিয়ে করবেন।সুদানের বিখ্যাত সুন্দরী টিভি উপস্থাক লোসি। আর তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন একজন সৌদি ধনকুবের।

বিনিময়ে সুদানি সুন্দরী পাবেন প্রায় ২১ কোটি টাকার মোহর। সেইসঙ্গে রিয়াদে বিলাস বহুল বাড়ি। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন ওই সুদানি সুন্দরী।মধ্যপ্রাচ্যের আজেল ওয়েব নিউজ জানায়, ওই প্রস্তাব পাওয়ার পর এক টুইট বার্তায় লোসি জানান, তিনি প্রস্তাব গ্রহণ করেছেন। প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। শুরু হয় পক্ষে বিপক্ষে টুইটবার্তা। তবে শেষ পর্যন্ত এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছেন ওই নারী।

সর্বশেষ এক টুইট বার্তায় তিনি জানান, সুদানি হওয়ার ওপরই আমি গর্ব বোধ করি। আমার জন্যে এটাই যথেষ্ট যে আমি একজন আফ্রিকান নারী। আমার স্বামী সুদানিই হবে।