• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

সুন্দরবনে পাচারচক্রে হরিণের চামড়া


প্রকাশিত: ৭:৫১ পিএম, ৯ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

খুলনা প্রতিনিধি  :  সুন্দরবনের নালিয়ন স্টেশনের কালাবগি থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি হরিণের sundorban -www.jatirkhantha.com.bdচামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পশ্চিম জোনোর কালাবগি এলাকা থেকে ওই হরিণের চামড়াটি উদ্ধার করে।
মংলা কোস্টগার্ডের অপারেশন অফিসার এম ফরিদুজ্জামান খান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের একটি টিম সুন্দরবনে অভিযান পরিচালনা করছিলো।  এ অবস্থায় সুন্দরবনের কালাবগি এলাকায় হরিণের চামড়া পাচারকারী একটি চক্র সংঘবদ্ধ হয়েছে এমন খবর পেয়ে কোস্টগার্ড সেখানে যায়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করে কোস্টগার্ড। তিনি জানান, উদ্ধারকৃত হরিণের চামড়াটি বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে।