• সোমবার , ২৭ জানুয়ারী ২০২৫

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে গাড়ি তল্লাশি নয়: আইজিপি


প্রকাশিত: ১:১৫ এএম, ২৫ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৬৮ বার

স্টাফ রিপোর্টার   :    সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন না থামাতে পুলিশ 222সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন আইজিপি। আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ প্রধান বলেন, মাদক উদ্ধার অভিযান জোরদার করতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে হবে। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

আইজিপির সভাপতিত্বে সভায় অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন অ্যান্ড অপস) মোখলেসুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি আবুল কাশেম, এপিবিএনের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।