• শনিবার , ১৯ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে বিজয়ী জয়া সেনগুপ্তা


প্রকাশিত: ১২:৩২ এএম, ৩১ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

দিরাই প্রতিনিধি  :   সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া Joya_Sen www.jatirkhantha.com.bdসেনগুপ্তা   বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

জয়া সেনগুপ্তা পেয়েছেন ৯৫ হাজার ৯৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন (সিংহ প্রতীক) পেয়েছেন ৪০ হাজার ৯২৯ ভোট। জয়া সেনগুপ্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৫ হাজার ৬৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর তা চলে বেলা ৪টা পর্যন্ত। ভোটগ্রহণকালে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা।

দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ে।

বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা শহরের দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন উপজেলার শরীফপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এ আসন শূন্য হয়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।