• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

সিলেট ওসমানী বিমানবন্দরে ৯ কেজি সোনা উদ্ধার


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৬ নভেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৩ বার

 
সিলেট প্রতিনিধি : সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর থেকে ৯ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার osmani-gold-www-jatirkhantha-com-bdসকালে বিমানে তল্লাশি চালিয়ে লেবেলবিহীন একটি ব্যাগ থেকে এ সোনা উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন বলেন, মধ্যপ্রাচ্য থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) বুধবার সকাল সাড়ে ৬টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

এ ফ্লাইটে সোনার চালান আসার খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন।

পরে বিমানে তল্লাশি করে লেবেলবিহীন একটি ব্যাগ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৯ কেজি ৩০০ গ্রাম। তিনি আরো বলেন, কে বা কারা এই সোনার চালান এনেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।