• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

সিরিজ জিততে আজ বাঁচা-মরার লড়াই টাইগারদের


প্রকাশিত: ১১:৪৮ এএম, ৯ অক্টোবর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

স্পোর্টস রিপোর্টার  :  আজ বাঁচা-মরার লড়াই টাইগারদের । আজ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই সমান থাকতে হবে 1টাইগারদের।নইলে রক্ষা নেই। এর আগে ইংলিশদের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ  (রবিবার) দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। জয়ের অবস্থান তৈরি করতে বাংলাদেশকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উন্নতি করতে হবে। আগের ম্যাচে কোনও বিভাগেই সাকিব-তামিমরা শতভাগ ভালো করেনি।

গ্রাউন্ড ফিল্ডিং ভালো হলেও মিস হয়েছে অনেক ক্যাচ। শুরুতে ব্যাটিং ভালো হলেও মিডল অর্ডার ও লেট অর্ডারে হয়েছে বিপর্যয়। এছাড়া, শেষের ওভারগুলোতে বোলাররা বল করেছেন ছন্নছাড়া। সবকিছু মিলিয়ে টাইগারদের ‘কমপ্লিট’ ক্রিকেট খেলতে হবে। তবেই ইংলিশদের বিপক্ষে ১-১ সমতায় ফেরা সম্ভব হবে।
2
আজ  (রবিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অতিথি ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। যথারীতি গাজী টেলিভিশনে সরাসরি খেলাটি দেখা যাবে।রবিবার দল হিসেবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সঙ্গে তামিম ইকবাল, মুশফিকুর রহিম থাকবেন মাইলফলক টপকানোর মিশনে।

ওদিকে অনুশীলনে ব্যস্ত ইংলিশ ক্রিকেটাররা

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের দ্বারপ্রান্তে আছেন তামিম। বাঁহাতি এই ওপেনার আজ ৫২ রান করলেই ছুঁয়ে ফেলবেন এই মাইলফলক। একই দিনে ৪ হাজার রান স্পর্শ করার হাতছানি আছে মুশফিকুর রহিমের সামনেও। মাইলফলক থেকে মাত্র ১২ রান দূরে আছেন তিনি। সাকিব, তামিমের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান পূর্ণ করতে যাচ্ছেন তিনি!

1ম্যাচের আগের দিন দুই দলের কেউই অনুশীলন করেননি। পুরোপুরি হোটেলবন্দি হয়ে  কাটিয়েছেন বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। অনুশীলন না করলেও দু’দলই যে হোটেলে বসে ২২ গজে লড়াইয়ে ছক কেটেছেন; তা স্বাভাবিকভাবেই অনুমেয়। শনিবার দুপুরে টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আশাবাদ ব্যক্ত করেছেন পরের দুই ম্যাচ জয়ের ব্যাপারে, ‘ইংল্যান্ডের র‌্যাঙ্কিং আমাদের ওপরে। দল হিসেবেও তারা যথেষ্টই ভালোমানের। অবশ্য নিজেদের মাটিতে আমরা দুই বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। আমি আশাবাদী, পরের দুটি ম্যাচ জিতে সিরিজ জয় করতে পারবো।’

শনিবার টাইগার অধিনায়ক মাশরাফি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা বলেনি। অবশ্য শুক্রবার ম্যাচ শেষেই তিনি বলেছিলেন, এখনও তাদের সুযোগ আছে সিরিজে ফেরার।

জয়ের বিকল্প নেই–

মাশরাফি-সুজনের কথাতেই স্পষ্ট বাংলাদেশ যেকোনও মূল্যেই সিরিজে ফিরতে চায়। অবশ্য এছাড়া বিকল্প অন্য কিছুও নেই! প্রথম ম্যাচে ২১ রানে হারের পর স্বাভাবিকভাবেই দলের মানসিক অবস্থা ভালো নয়। মাশরাফি বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ইতিবাচক মানসিকতা নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে। সব বিভাগে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে অবশ্যই জয় সম্ভব। আমরা সেদিকেই মনোযোগী।’

এদিকে প্রথম ওয়ানডেতে হারতে হারতে জিতে যাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে ইংলিশরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশকে পেছনে ফেলে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন সফরকারীরা। সবমিলিয়ে রবিবার মিরপুরের ২২ গজ ব্যাট-বলের ধুমধারাক্কা যুদ্ধের অপেক্ষায়।

ইংল্যান্ডের বিপক্ষে একজন ব্যাটসম্যান বেশি খেলানোর সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে নাসির হোসেনের সুযোগ হতে পারে। ইংল্যান্ডের বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছেন। তাদের সামনে নাসিরের অফ স্পিনটা বেশ কার্যকরী হতে পারে। সঙ্গে বোনাস হিসেবে নাসিরের ব্যাটিংটা টাইগারদের বাড়তি শক্তি যোগ করবে। শুধু তাই নয়, নাসির যোগ হলে দল একজন ভালো মানের ফিল্ডারও পাবে।

তিন পেসার খেলালে নাসিরের সুযোগ হতে পারে মোসাদ্দেক কিংবা মোশারফের বদলে। এছাড়া তাসকিনের জায়গায় দেখা যেতে পারে আল-আমিনকে। সঙ্গে অধিনায়ক মাশরাফিসহ শফিউলতো থাকছেনই।