• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-আরিচার আদলে ৪টি পয়েন্টে ডিভাইডার হবে-ওবায়দুল কাদের


প্রকাশিত: ৬:৩৩ পিএম, ২১ জুলাই ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯০ বার

sarok minister-www.jatirkhantha.com.bd জেলা প্রতিনিধি.সিরাজগঞ্জ:    সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-আরিচা মহাসড়কের আদলে ৪টি পয়েন্টে ২ মাসের মধ্যে ডিভাইডার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের মুলিবাড়ীতে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ‘৪টি পয়েন্ট কয়েকদিনে মধ্যে কাজ শুরু হবে, এটি কুরবানির আগে শেষ করতে হবে।’

ফোর লেনের পরিকল্পনার কথাও মন্ত্রী এ সময় উপস্থিত সাংবাদিকদের জানান।