• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

সিপিবির এক্সপানশন ননসেন্স-ক্ষুদ্ধ মুহিত


প্রকাশিত: ৭:২১ পিএম, ২৭ ডিসেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

muhit-www.jatirkhantha.com.bd
স্টাফ রিপোর্টার  :  বাংলাদেশ ব্যাংক  ঘেরাও নিয়ে সিপিবির কর্মসূচির প্রতিক্রিয়ায় ক্ষুদ্ধ অর্থমন্ত্রী এম এ মুহিত বললেন, সিপিবির এক্সপানশন ননসেন্স- এর মতো। অর্থমন্ত্রী মুহিত সচিবালয়ে কর্মসূচির প্রতিক্রিয়ায় আরো বলেন যে, “ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে, দ্যাটস অল। তবে যেটা সিপিবির এক্সপানশন তা ননসেন্স ছাড়া কিছুই করে না। তাদের তো কোনো অ্যাকজিসটেন্স (অস্তিত্ব) নাই।”

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা বুধবার সকালে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ে গেলে মিছিলে বাধা দেয় পুলিশ। দৈনিক বাংলা মোড় পার হওয়ার পর মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এসব কথা বলেন অর্থমন্ত্রী।জানা যায়, গত শতকের পঞ্চাশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে সিপিবি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক ফোরাম সংস্কৃতি সংসদের সঙ্গে যুক্ত ছিলেন মুহিত।

পরে কর্মজীবনে আমলা হিসেবে কাজ করেছেন মুহিত। সামরিক শাসক এইচ এম এরশাদের অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। আওয়ামী লীগে যোগ দিয়ে এখন তৃতীয় মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।তবে মুহিত বলেন, “ওই দুই-চারজন নেতা আছেন, দ্যাটস অল। তাদের বাঁচতে হয়, এইসব বাঁচার জন্য, এগুলো লাল পতাকা আর …” । এসময় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে দুর্নীতি-অনিয়ম প্রকাশ্য হওয়ার বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে মুহিত বলেন, “সেজন্য প্রশ্ন হতে পারে, তবে সেজন্য ঘেরাও করা, এটা একটু ছেলে খেলা।”