• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সিন্ডিকেট-রমজানের আগেই অস্থির দেশের ছোলার বাজার


প্রকাশিত: ১:৫৩ পিএম, ৭ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

আসমা খন্দকার  :  রমজানের আগেই অস্থির হয়ে উঠেছে দেশের ছোলার বাজার। আন্তর্জাতিক 5বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে দেশের বাজারে দিন দিন বাড়ছে ছোলার দাম। গত বছর এ সময় প্রতি কেজি ছোলা পাইকারি পর্যায়ে ৬৫ টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ টাকায়। সরকারি পর্যায়ে দ্রুত ছোলা আমদানির ব্যাপারে ব্যবস্থা না নেয়া হলে রমজানে দাম আরো বাড়ার আশংকা করছেন ব্যবসায়ীরা।

বছরের অন্যান্য সময় দেশে ছোলার তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে এর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। যার পরিমাণ অন্তত ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন। প্রতি বছরই এনিয়ে চলে নানা কারসাজি। এ বছরও যেন কারসাজি বাদ যাচ্ছে না। রমজান শুরু’র আরো এক মাস বাকি থাকলেও বেড়েই চলেছে ছোলার দাম। আর এবার রপ্তানিকারক দেশগুলোতে খরার কারণে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে গত বছরের এ সময়ে প্রতি মেট্রিক টন ছোলার দাম ৫৫০ ডলার হলেও এখন তা বিক্রি হচ্ছে ১১শ’ ডলারে। লার দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ঠেকাতে টিসিবি’র মাধ্যমে দ্রুত আমদানি এবং তা বাজারে সরবরাহের পরামর্শ দিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।

সরকারিভাবে ছোলার চাহিদার পরিমাণ ৭০ হাজার মেট্রিক টন বলা হলেও চলতি অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত দেশে ১ লাখ ৩৬ হাজার ৭১১ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে।