• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

সিএএবি’র নয়া চেয়ারম্যান হলেন এম সানাউল হক


প্রকাশিত: ৮:০৮ পিএম, ৭ সেপ্টেম্বর ১৪ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩৭ বার

শফিক আজিজি, ঢাকা:  

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)’র নয়া চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ আদেশ প্রদান করেন।

এই নিয়োগ আcaabদেশ রোববার থেকে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। নিয়োগ আদেশে এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক   কে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) এর নয়া চেয়ারম্যান হিসেবে তার চাকরী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ওদিকে সাবেক সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) এর চেয়ারম্যান এয়ার  ভাইস মার্শাল মাহমুদ হোসেনকে বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের জন্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।