• বুধবার , ২০ নভেম্বর ২০২৪

সিইসি অটল জিয়ার বহুদলীয় গণতন্ত্রে..


প্রকাশিত: ৬:০৯ পিএম, ২৬ অক্টোবর ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

স্টাফ রিপোর্টার :  বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক বলে দেয়া নিজের বক্তব্যে অটল প্রধান নির্বাচন Cec-www.jatirkhantha.com.bdকমিশনার কে এমে নুরুল হুদা।  সকালে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এ বক্তব্য ধারণ করেন তিনি। তার যুক্তি, ১৯৭৫ থেকে ‘৭৭ সাল পর্যন্ত দেশে কোনো গণতন্ত্র ছিলো না। ‘৭৮ সালে নির্বাচনের মাধ্যমে তা ফিরিয়ে আনেন জিয়াউর রহমান।

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রশ্নে সিইসি জানান, এ ধরনের কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। নতুন মেয়াদে কমিশন গঠনের পর থেকে বিরোধীতা করে আসা বিএনপি সংলাপে যোগ দিয়ে দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে আস্থা খুঁজে ফিরছিল। তবে এ নিয়ে সরকারি দলের সতর্কবাণী ছিল সিইসির উদ্দেশে।

এমনকী প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে সংলাপ শেষ না করেই উঠে আসে কৃষক শ্রমিক জনতা লীগ। রাজনৈতিক দলসহ ৪৬টি সংগঠন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সাথে টানা সংলাপ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে মুখ খুললেন, সিইসি কে এম নুরুল হুদা। প্রশ্নের জবাবে পরিষ্কার করেন জিয়াউর রহমান নিয়ে তার দেয়া বক্তব্যটি। তিনি জানান, ২৫টি দল নির্বাচনের সময় বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন চাইলেও এ নিয়ে সিদ্ধান্ত এখনই নেবে না কমিশন।

সংসদ ভেঙ্গে দেয়া বা বর্তমান সরকারের অধীনে নির্বাচন, এমন সব বিষয় তিনি ছেড়ে দেন রাজনৈতিক সমঝোতার ওপর। তবে সমঝোতার কোনো উদ্যোগ নেবেন না সিইসি। আদমশুমারি মাথায় রেখে, জনসংখ্যার আনুপাতিক হারে সীমান নির্ধারণে নতুন আইন করার বিষয়টি সংসদের ওপর ছেড়ে দেয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।