• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন গায়ক বব ডিলান


প্রকাশিত: ৭:১৮ পিএম, ১৩ অক্টোবর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৭৯ বার

 

13স্টাফ রিপোর্টার ; সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল কমিটি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 11৫টার দিকে এ নোবেল ঘোষণা করা হয়। এবছর এ বিষয়ে নোবেল পেয়েছেন মার্কিন সংগীত শিল্পী ও গীতিকার বব মিলান।আমেরিকার সংগীত ধারায় কাব্যিক দ্যোতনা সৃষ্টি করার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, রক, ফোক, কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তি তার সংগীত ক‌্যারিয়ার সূচনা করেন ১৯৫৯ সালে। মিনেসোটার একটি কফি হাউজে। গত শতকের ৬০ এর দশকে তিনি খ‌্যাতির তুঙ্গে পৌঁছান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্কে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে জর্জ হ্যারিসন, রবিশঙ্করের সঙ্গে ডিলানও ছিলেন।আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।