• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সাল্লু বললেন-নিজের সেক্স লাইফ নিয়ে বোমবাস্টিং তথ্য


প্রকাশিত: ৯:০৩ পিএম, ৮ আগস্ট ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

বিনোদন রিপোর্টার  :  না! ছবিটির সঙ্গে সলমনের বাস্তব জীবনের কোনও মিল নেই। ছবিটি ‘দাবাং’ 11জুটির। সলমন খান এবং সোনাক্ষী সিন্‌হা। এটা একটি ফাইল চিত্র।আনন্দবাজার।

সাংবাদিকদের প্রশ্নের জবাব রহস্য করে দিতেই ভালবাসেন তিনি। কখনও বা তাতে মিশে থাকে সূক্ষ্ম মজা। বিশেষত সে প্রশ্ন যদি তাঁর বিয়ে নিয়ে হয়, তা হলে এক এক বার এক এক রকম উত্তর দেন। তিনি সলমন খান।

তবে এ বার একটু লুজ খেললেন ভাইজান। সাংবাদিকদের সামনে বললেন, ‘‘যৌনতা আর বিয়ে এর কোনওটাই এখনও আমার জীবনে ঘটেনি।’’

ঘটনাটি ঠিক কী?

সম্প্রতি ‘ফ্রেকি আলি’-র ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন সল্লু মিঞা। সেখানে তাঁকে ফের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আর তার জবাবে সলমন জানালেন, সেক্স আর বিয়ে কোনওটাই তাঁর জীবনে এখনও ঘটেনি। আর বিয়ে করলে সেটা সকলকে জানিয়েই করবেন।

প্রায় এক দশকের বেশি সময় ধরে সলমন ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলার। তাই সাংবাদিকদের মুখোমুখি হলেই বিয়ের প্রশ্নটা তাঁর জন্য ‘কমন’। তবে এ বার মজার উত্তরটা অনুরাগীদের কাছে একটু বেশিই মজার হয়েছে বলে মনে করছেন বি-টাউনের একটা বড় অংশ।