• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সালমান খান ও শত্রুঘ্ন সিনহা অামাকে রেপ করেছে-পূজা মিশ্রা


প্রকাশিত: ১২:৫৩ এএম, ১৭ জুন ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৫৮ বার

বিনোদন রিপোর্টার  :   ধর্ষণের অভিযোগ উঠেছে সালমান খানের বিরুদ্ধে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী salman--puja-www.jatirkhantha.com.bdপূজা মিশ্রা তার বিরুদ্ধে ধষর্ণের অভিযোগ এনেছেন। সেই সঙ্গে পুলিশের কাছে দায়ের করা অভিযোগের কপিও শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।

1পূজা মিশ্রা বড় বড় অক্ষরে লিখেছেন ‘এফ আই আর দায়ের করেছি‚ সালমান খান এবং শত্রুঘ্ন সিনহা এবং তারা পরিবারের বিরুদ্ধে। তারা আমাকে রেপ করেছে। আমার টিভি শো ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’-এর শ্যুটিং করছিলাম‚ তখন এই ঘটনা ঘটেছে।
2
জানা গেছে, পূজা আলোচনায় থাকার জন্য মাঝে মাঝেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন। তাই অন্যবারের মত এবারেও ধরে নেওয়া হচ্ছে তিনি সেইরকমই কিছু একটা করেছেন। কিছুদিন আগে তিনি সোনাক্ষী এবং তার মায়ের বিরুদ্ধে তাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন।