• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সালমানের সমালোচনা-এক গায়িকাকে ১০০০ বার ধর্ষণের হুমকি ভক্তদের


প্রকাশিত: ৩:০২ পিএম, ২৫ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৬১ বার

বিনোদন রিপোর্টার   :  বলিউড সুপারস্টার সালমান খানের ধর্ষণ মন্তব্যের বিরোধিতা করায় এ বার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেয়া হ1ল গায়িকা সোনা মহাপাত্রকে। ঈদে মুক্তি পাবে ভাইজান অভিনীত সিনেমা ‘সুলতান’। সম্প্রতি সুলতান সিনেমার প্রচারণার সময় এক সাক্ষাৎকারে ভাইজান নিজেকে ধর্ষিতা নারীর সঙ্গে তুলনা করে বসেন।

আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন, সুলতান সিনেমায় তিনি যে পরিশ্রম করেছেন তাতে নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হতো।সালমানের এই মন্তব্যের পরেই সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। সালমানের সমালোচনা করে সোনা তার টুইটারে লেখেন, ফুটপাথবাসীদের উপর গাড়ি চালিয়ে দেয়া, কৃষ্ণসার হরিণ হত্যার মতো অপরাধে নাম জড়িয়েছে, তাও তিনি ‘হিরো অফ দ্য নেশন’।

আর এত কিছুর পরেও তাকে অনেকে সমর্থন করছেন, এটা অন্যায়। ভারতে এই ধরনের সমর্থকে ভরে গেছে।সালমানকে নিযে তার এই টুইটে যেন ক্ষেপে যান ভাইজানের ভক্তরা। সোনাকে নিয়ে একের পর এক কটুক্তিমূলক স্ট্যাটাস চলতে থাকে।তাকে ব্যঙ্গ-বিদ্রুপ তো করা হচ্ছিলই, এ বার বেশ কয়েক ধাপ এগিয়ে ধর্ষণের হুমকিও দেয়া হল! সোনা অবশ্য এর পাল্টা প্রতিবাদ করেছেন।

তিনি টুইটারে লেখেন, গত ৪৮ ঘণ্টায় আমি অশ্লিল ছবিসহ প্রায় ১০০০টি ধর্ষণের হুমকি পেয়েছি। তার (সালমানের) সমর্থকদের এ হেন প্রতিক্রিয়ার পরও তিনি চুপ, এই ঘটনায় আমি স্তম্ভিত! সালমান আপনার সমস্ত ভক্তরা আমাকে যে ধরনের হুমকি দিচ্ছে তাতে নিশ্চই আপনি নিজেকে প্রকৃত হিরো মনে করছেন!

এর পর তিনি আরও কড়া ভাষায় বলেন, কে আমার কাজ বন্ধ করবে! সালমান? সেই প্রতিভাবান খুনি? ও কেন, কেউই আমার কাজ বন্ধ করতে পারবে না।সালমানের বিতর্কিত মন্তব্য নিয়ে সারা দেশে শোরগোল চলছে। বলিউডের বেশির ভাগ তারকাই অবশ্য হয় এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। হাতে গোনা কয়েকজন তারকা যারা এগিয়ে এসে প্রতিবাদে সামিল হয়েছেন তাদের মধ্যে সোনা মহাপাত্র একজন।