• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

সারা দেশে ঈদ জামাত যেভাবে অনুষ্ঠিত হবে


প্রকাশিত: ২:৫৩ এএম, ২৫ সেপ্টেম্বর ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

eid mubarok-www.jatirkhantha.com.bdজাতিরকন্ঠ রিপোর্ট:   বরাবরের মত এবারও রাজধানীর ঈদুল আযহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ শুক্রবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।এদিকে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও সকালের দিকে ভারি বর্ষণের ‘শঙ্কা কম’ বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জাতিরকন্ঠকে বলেন, “কখনো রোদ, কখনো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় ঈদ জামাত বিঘ্নিত হওয়ার শঙ্কা তেমন দেখছি না।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।বায়তুল মোকাররমে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় হবে পরের জামাতগুলো।
সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ঈদ জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় হবে দুটি জামাত।এছাড়া সলিমুল্লাহ হলের মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হলের মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ হবে।প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এছাড়া ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সকাল ১০টায় ঈদ জামাতে যাতে অংশ নেবেন এক লাখের বেশি মানুষ।

চট্টগ্রাম

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে সকাল ৮টায় হবে ঈদুল আজহার প্রধান জামাত। ইমামতি করবেন এ মসজিদের প্রধান খতিব মাওলানা জালাল উদ্দিন আল-কাদেরী।একই জায়গায় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় জামাত। ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক।চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে এবার নগরীতে মোট ২৪৭টি ঈদ জামাত হবে।সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠের জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আর্দশ কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইয়েদ মোহাম্মদ আবু নোমান।
বাকলিয়া চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি জামে মসজিদে সাড়ে ৮টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদ জামাত হবে।

সিলেট

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত হবে শাহী ঈদগাহে সকাল ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন।এছাড়া সকাল ৮টায় হযরত শাহজালালের (র.) মাজার মসজিদে ঈদের জামাত হবে।নগরীর বন্দর বাজারের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সাড়ে ৯টায়।সিলেট কালেক্টরেট মাঠে ঈদের জামাত হবে সকাল ৮টায়। জামেয়া মাদানিয়া ইসামিয়া কাজিরবাজার মাদ্রাসায় সাড়ে ৭টায় জামাত হবে।টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে ঈদ জামাত সকাল পৌনে ৮টায় হবে। এছাড়া নগরীর অন্তত অর্ধশত মসজিদ ও ঈদগাহে এবার ঈদ জামাতের আয়োজন হচ্ছে।

রাজশাহী

রাজশাহী নগরীতে ঈদের প্রধান জামাত হবে শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। ইমামতি করবেন শাহ মখদুম (র.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত আলী।আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে প্রধান জামাত হবে শাহ মখদুম (র.) দরগাহ মসজিদে।মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে সকাল ৮টায় এবং সাহেববাজার বড় রাস্তায় সকাল সোয়া ৮টায় হবে ঈদ জামাত।এছাড়া শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল সোয়া ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, সিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠে ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে ৮টায়, বুলনপুর ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে সাড়ে ৭টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে সোয়া ৮টায় ঈদের জামাত হবে।
এছাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান কাঁঠালবাড়িয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহে সাড়ে ৮টায়, শালবাগান সিঅ্যান্ডবি মাঠে সাড়ে ৮টায়, ছোট বনগ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে সাড়ে ৭টায়, আসাম কলোনি বায়তুল মামুন জামে মসজিদে ৮টায়, মোল্লাপাড়া ঈদগাহে ৮টায়, রাজশাহী রিমডেলিং রেল স্টেশন চত্বরে ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহে ৮টায় ঈদ জামাত হবে।
জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, পাঁচানী ঈদগাহে ৮টায়, সাতবাড়িয়া ঈদগাহে সাড়ে ৮টায়, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদে সাড়ে ৮টায়, শহীদবাগ জামে মসজিদে সাড়ে ৮টায়, কয়ের দাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, মালদা কলোনী ঈদগাহে সাড়ে ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ৮টায়, ডিঙ্গাডুবা ঈদগাহ মাঠে ৮টায়, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহে ৮টায়, কাশিয়াডাঙ্গা ঈদগাহ বড় আমগাছি পশ্চিমপাড়া ঈদগাহে ৮টায়, মেহেরচণ্ডি বুথপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।এছাড়া নগরীর কাজলা ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠ,  ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ ও ফিরোজাবাদ ঈদগাহে সকাল ৮টায় এবং আমচত্তর আহলে হাদীস মাঠে সাড়ে ৭টায় ঈদুল আযহার জামাত হবে।

খুলনা

খুলনায় ঈদুল আজহার প্রথম জামাত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে।তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় টাউন জামে মসজিদে পর পর তিনটি জামাত হবে।কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, ইসলামাবাদ ঈদগাহ মাঠ এবং খালিশপুর বাইতুল ফালাহ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত হবে।এছাড়া খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে আলাদা আলাদা ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

রংপুর

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে বৃষ্টি হলে নামাজ হবে পাশের কোর্ট মসজিদে।এ বছর এ জেলায় ৫৮১টি ঈদের জামাত হবে।সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সেনানিবাসের গ্যারিসন মসজিদ ঈদগাহ মাঠ, নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, মাহিগঞ্জ শাহী মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে।দায়িত্বরত পুলিশ সদস্যরা পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল পৌনে ৯টায় ঈদের নামাজ আদায় করবেন।

বরিশাল

বরিশালে ঈদের প্রধান জামাত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন আহম্মেদ বেগ।এ বিভাগের সবচেয়ে বড় জামাতটি হবে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।
বরিশাল নগরীর কেন্দ্রীয় কসাই জামে মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৭টায় ও সাড়ে ৮টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় এবং নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ও ৮টায় ঈদ জামাত হবে।ফকিরবাড়ি জামে মসজিদে সকাল ৮টায়, পোর্টরোড জামে মসজিদে ৮টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে ৮টায়, জেলগেইট জামে মসজিদে সাড়ে ৭টায়, কালিজিরা বড় মসজিদ ময়দানে সাড়ে ৭টায় এবং পাওয়ার হাউজ জামে মসজিদে ৮টায় ঈদের জামাত হবে।