• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

সারাদেশে বিএনপির গণসংযোগ কর্মসূচি ঘোষণা


প্রকাশিত: ১:৪৫ পিএম, ১৪ মে ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৭ বার

 

-Khaledaস্টাফ রিপোর্টার.ঢাকা: সারাদেশে টানা দুই সপ্তাহের গণসংযোগ কর্মসূচি দিয়েছি বিএনপি। বৃহস্পতিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান খান। কর্মসূচি অনুযায়ী সারাদেশে গণসংযোগ, পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরা হবে।

আগামী ২৮ মে থেকে এ কর্মসূচি সারাদেশে শুরু হয়ে তা চলবে ১০ জুন পর্যন্ত।বিএনপির এ কর্মসূচি অনুযায়ী আগামী ২৮ মে বেগম খালেদা জিয়া রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এছাড়া সংবাদ পত্রে ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।