• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

সাভারে আওয়ামী লীগ নেতার হামলায় জাসাসের পৌর সহ-সভাপতি নিহত


প্রকাশিত: ১২:০০ এএম, ১৩ এপ্রিল ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

1সাভার প্রতিনিধি  : জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আওয়ামী লীগ নেতা ও তার সমর্থকদের হামলায় জাসাসের সহ-সভাপতি রেজাউল করিম রাজা (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। নিহত রাজা পৌর জাসাসের সহ-সভাপতি বলে জানা গেছে। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভার সেটেলমেন্ট অফিসের সামনে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে বলে মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানিয়েছেন।

নিহত রেজাউল করিম রাজুর বাবার নাম নাজিম উদ্দিন। স্থানীয় রেডিও কলোনির নয়াবাড়ি মহল্লায় তাদের বাড়ি। তিনি দীর্ঘদিন জাপান প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফেরেন। আর এ ঘটনায় আহতরা হলেন- রাজুর ভাই আব্দুস সালাম, তার সঙ্গী নাজিমুদ্দিন, জিসান, আজিজ, সাগর, সোহরাব, ইয়ানুস ও হারুন।

নিহতের ভাই আব্দুস সালাম বলেন, সাভার পৌর এলাকার জালেশ্বর মৌজায় আমাদের ৯ শতাংশ পৈতৃক সম্পত্তিতে আমরা পাঁচ ভাই মিলে কয়েকটি দোকান ঘর নির্মাণ করি। উক্ত জমির খাজনা, খারিজ ও জমির দখলসহ যাবতীয় কাগজপত্র আমাদের পাঁচ ভাইয়ের নামে। কয়েক দিন আগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান জমিটির মালিকানা দাবি করেন।

এ বিষয়ে আজ আমরা সেটেলমেন্ট অফিসে শুনানির জন্য যাওয়ার সময় এরশাদ, মজিদ ও রিয়াজুলের নেতৃত্বে সুজন, রিপন, ইয়াছিন, রাজু, হাবুল্লা, শিপন, জীবন, রায়হান, সিরাজ, হামজা, মোফাজ্জলসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের লোকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ওসি আরো বলেন, “জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাজু নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হামজা, রিয়াজুল ও সাভার পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক মজিদুর রহমান মজিদসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।