• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সাবেক প্রেমিকার জালায় ক্ষুদ্ধ নায়ক!


প্রকাশিত: ১:১৭ পিএম, ১৭ আগস্ট ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

বিনোদন রিপোর্টার  :  সাবেক প্রেমিকার জালায় ক্ষুদ্ধ চিত্রনায়ক শাকিল খান।নায়িকা পপির প্রেম নিয়ে কম oooজলঘোলা হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যম ও শাকিল খানের নানান সময়ে বলা কথাই প্রমাণ করে তাদের মধ্যে মন দেয়া নেয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু সেই প্রেম এখন অতীত। শাকিল খান দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে। স্ত্রী সন্তান নিয়ে সুখেই কাটছে তার সংসার। শোনা যাচ্ছে আসছে সংসদ নির্বাচনে প্রার্থী হবার পরিকল্পনা আঁটছেন তিনি। এদিকে পপি এখন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন না। তবে মনের মতো গল্প পেলেই কাজ করে থাকেন তিনি।

সবমিলে ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ এক টেলিভিশন অনুষ্ঠান মুখোমুখি দাঁড় করিয়েছে শাকিল-পপিকে। ওই অনুষ্ঠানে শাকিল খানকে নিয়ে নতুন করে মন্তব্য  এবং অতীতের কথা তুলে ধরেন পপি। পপি বলছিলেন, শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিলো না। আমি যতোটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিলো, অনেকগুলো বিয়েও ছিলো। তাদের সঙ্গে সে কমফোর্টেবল ছিলো। অনেকের সঙ্গে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এভাবে অনেকগুলো পর্ব গেছে!ppp

পপির বক্তব্য বেশ চটেছেন শাকিল খান। তিনি বলেন, এত বছর পর এ ধরণের কথা পপির কাছ থেকে দেশবাসী আশা করে না। আর আমার সম্পর্কে তো সবাই জানেন। আমার সঙ্গে যখন তার সম্পর্ক ছিল আমি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে যোগাযোগ করিনি। সেটা পপি নিজেও জানেন। এখন আমি সংসার জীবনে ব্যস্ত। আর আমার ছেলে-মেয়ে বড় হয়েছে। ওরা বুঝতে শিখেছে।

এখন কেন এই ধরণের কথা গণমাধ্যমের কাছে বলবে পপি? আমার ঘর আমার বেহেশত ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পদার্পন করেন শাকিল খান। ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন সময়ে চিত্রনায়িকা পপির সঙ্গে এ নায়কের প্রেম-বিয়ের গুঞ্জন সবসময়ই মুখরোচক সংবাদ ছিল