সাবিরা মিথিলার পর রিসিলা’র আত্মহত্যা কেন?
এস রহমান : সাবিরা মিথিলার পর রিসিলা’র আত্মহত্যা নিয়ে উত্তপ্ত গ্লামার জগত। কেন এমন হচ্ছে? কয়েক মাসের ব্যবধানে তিন জন নামকরা মডেল কেন আত্মহত্যা করলেন? এর নেপথ্যে কি তা নিয়ে চলছে নানা জল্পনা।
জানা গেছে, ২০১৬ সালের ২৪ মে ঘোষণা দিয়েই আত্নহত্যা করছিলেন সাবিরা হোসাইন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেক মডেল কন্যা জ্যাকলিন মিথিলাও চিরকুট লিখে আত্নহত্যা করেন। এবার তাদের দলে সামিল হলেন প্রতিশ্রুতিশীল আরেক মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজির। সোমবার সকালে রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির নিজ অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার আগে স্বামীকে ভিডিও কলেও রেখেছিলেন তিনি। মডেলদের এমন আত্নহত্যার মিছিল দেখে শোবিজ জগতের অনেকেই শংকিত হয়ে পড়েছেন।
এর আগে মডেল জ্যাকুলিন মিথিলা ওরফে জয়া শীলের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলাও করা হয়েছিল। জ্যাকুলিন মিথিলা ওরফে জয়া শীল নামের মডেল ৩ ফেব্রুয়ারি সকালে তাঁর বাবার বাসায় আত্মহত্যা করেন। জয়া শীল মডেল জগতে জ্যাকুলিন মিথিলা নামে পরিচিত ছিলেন। ঢাকার রামপুরা এলাকায় আরেকটি মেয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। জয়ার মা মেয়ের সঙ্গে সেই বাসায় থাকতেন।
গত বছর রাজধানীর রূপনগরে সাবিরা হোসাইন নামের এক মডেলের আত্মহত্যার ঘটনায় প্রেমিক নির্ঝরকে গ্রেফতার করে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নির্ঝর ও তার ভাইয়ের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা দায়ের করেন সাবিরার মা দিলশাদ কাদির। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
রূপনগরের ১২ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির ছয়তলায় নিজ ফ্ল্যাটে মডেল সাবিরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে গলায় ও পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। সেই ভিডিও ক্লিপটিও তিনি নিজেই ফেসবুকে আপলোড করেছিলেন। এরপরই তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এরপর ৩১ জুলাই মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজ আত্নহত্যা করলেন। তিনি ‘স্বপ্ন’ এর সাবেক ব্র্যান্ড এম্বাসেডর ছিলেন।