• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

সাবাস সাকিব-জয়তু বাংলাদেশ!


প্রকাশিত: ৩:০৯ পিএম, ৩০ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

স্পোর্টস রিপোর্টার :  সাবাস সাকিব-জয়তু বাংলাদেশ। আরেকটি অনন্য অর্জন সাকিবের। ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে sakib-www.jatirkhantha.com.bdমনস্তাত্ত্বিকভাবে অস্ট্রেলিয়াই এগিয়ে ছিল ম্যাচে। হাতে ৮ উইকেট নিয়ে জয় থেকে ১৫৬ রান দূরে ছিল তারা। কিন্তু আজ সকালে সাকিব আল হাসানের স্পিনে ঘুরে যায় ম্যাচের মোড়। সকালের সেশনে তার ৩ উইকেটে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর লাঞ্চ শেষে প্রথম বলেই বিপজ্জনক ড্রেন ম্যাক্সওয়েলকেও ফেরান বিশ্বসেরা এ অলরাউন্ডার। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসা ঢাকা টেস্টে শেষ পর্যন্ত বাংলাদেশের ২০ রানের জয়ে সাকিবই নায়ক।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব। অর্থাৎ চলতি ঢাকা টেস্টে ১০ উইকেট শিকার করেছেন সাকিব। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ উইকেট এ অলরাউন্ডারের। বাংলাদেশের হয়ে টেস্টে দুই ম্যাচে ন্যূনতম ১০টি করে উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।
sakib-www.jatirkhantha.com.bd
টেস্টে এক ম্যাচে সাকিব প্রথম ১০ উইকেটের দেখা পেয়েছিলেন তিন বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে। সেবার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। সে ম্যাচে ব্যাট হাতেও তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। চলতি ঢাকা টেস্টেও ব্যাট হাতে বাংলাদেশের প্রথম ইনিংসে ৮৪ রানের কার্যকর ইনিংস খেলেছেন সাকিব। এরপর ৬৮ রানে ৫ উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ফিগার ২৮-৭-৮৫-৫।miraj-www.jatirkhantha.com.bd.1

টেস্টে সাকিবসহ বাংলাদেশের এ পর্যন্ত তিনজন বোলার এক ম্যাচে ন্যূনতম ১০ উইকেট নিয়েছেন। প্রথম এ কীর্তি গড়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন এ স্পিনার। ১১ বছর পর গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে একই কীর্তি গড়েন মেহেদী হাসান মিরাজ। ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এ অফ স্পিনার।