• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

সাবাস মাহফুজা-সাঁতারে ৫০ মিটারেও স্বর্ণ


প্রকাশিত: ৮:০২ পিএম, ৮ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ২৬৩ বার

1দিনা করিম ; সাঁতারে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের পর এবার ৫০ মিটারেও সোনা জিতলেন বাংলাদেশের মাহফুজা খাতুন। সোমবার এসএ গেমসের সাতার ইভেন্টে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে তিনি স্বর্ণপদক জয়লাভ করেন। এটি চলমান গেমসে বাংলাদেশের তৃতীয় ও তার দ্বিতীয় স্বর্ণপদক।
এর আগে রবিবার মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে স্বর্ণ পান তিনি। শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছিল বাংলাদেশ। পরে ভারোত্তোলন থেকেই বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে। বাংলাদেশের মোট পদক সংখ্যা এখন ২