• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

সাবাস বাপের বেটা-উড়ন্ত প্লেন থেকে ঝাঁপ শতবর্ষী’র


প্রকাশিত: ৫:০১ পিএম, ১৫ মে ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার :  ১৫ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত একটি প্লেন থেকে ঝাঁপ দিয়ে রেকর্ড brison-www.jatirkhantha.com.bd.1করেছেন ব্রিটেনের এক শতবর্ষী স্কাইডাইভার প্রবীণ। তার নাম ব্রাইসন উইলিয়াম ভারদুন ।
অ্যাডভাঞ্চার প্রিয় এ মানুষটির বয়স ১০১ বছর। ইতোমধ্যে তিনি সবচেয়ে প্রবীণ স্কাইডাইভার হিসিবে পরিচিত লাভ করেছেন। রোববার প্লেন থেকে ঝাঁপ দিয়ে এ রেকর্ডটি করে তিনি।

brison-www.jatirkhantha.com.bdরেকর্ড গড়ার এ অভিযানের ভারদুনের সঙ্গী ছিলেন- তার ছেলে ব্রায়ান (৭৪), নাতি রাজার (৫০), নাতির ছেলে স্ট্যানলি (১৬) ও নাতির মেয়ে এলি (২১)। ১০০ বছর বয়সে ভরদুনের স্কাইডাইভিং অনুশীলন শুরু হয়। আর ১০১ বছর ৩৮ দিনে রেকর্ডটি করে ফেলেন তিনি। এর আগে ২০১৩ সালে ১০১ বছর ৩ দিন বয়সী এক প্রবীণ এ রেকর্ড করেছিলেন। সেই রেকর্ডই ভেঙ্গে দিলেন ভারদুন।