• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সাবাস তহুরা-হ্যাটট্রিকে টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন বাংলাদেশ


প্রকাশিত: ১০:৫৩ পিএম, ১ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

স্পোর্টস রিপোর্টার   :   সাবাস তহুরা।বাংলাদেশ গর্বিত  তোমার জন্যে। তহুরার হ্যাটট্রিকে টানা 1দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।
সূত্র জানায়, এএফসি অনূর্ধ্ব-১৪ প্রমীলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আজ তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ফাইনালে ৪-০ গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা। একটি গোল করেছেন আনুচং।গ্রুপ পর্বে এই ভারতকেই ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।