• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সাবাশ তহুরা মনিকা আঁখি-তাজিকিস্তানকে ৯ গোলে উড়িয়ে-ফাইনালে বাংলাদেশ


প্রকাশিত: ১:১১ এএম, ১ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

তাজিকিস্তান থেকে ওমর আলী   :    সাবাশ তহুরা-তাজিকিস্তান উড়ে গেল ৯ গোলে-ফাইনালে বাংলাদেশ । এএ্ফসি অনুর্ধ্ব-১৪ ফুটবলে তাজিকিস্তানের মেয়েদের ৯-১ গোলে 14 lady footballer-www.jatirkhantha.com.bdহারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আলমোসি অ্যাকাডেমি স্টেডিয়ামে তহুরা খাতুন ও মনিকা চাকমার হ্যাটিট্রিকে বড় জয় পায় বাংলাদেশ। এছাড়া অনুচিং মোগিনি করেন জোড়া গোল; একটি গোল করেন আখি।
3
এদিন খেলার পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন তহুরা। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অনুচিং। ত্রয়োদশ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।  এর এক মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন তহুরা। ৭০তম মিনিটে দলের পঞ্চম ও নিজের হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি করেন তিনি।
BD+U-14-www.jatirkhantha.com.bd
ম্যাচের ৫৭তম মিনিটের নিজের হ্যাটট্রিক পূরণ করেন মনিকা। বাকি দুটি গোল করেন ১৬তম ও ৪৪তম মিনিটে। তাজিকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আখি।

এর আগের ম্যাচে নেপালকে ৯-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।