• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

সাবধান-রোহিঙ্গারা বাংলাদেশী পাসপোর্ট বাগাচ্ছে!


প্রকাশিত: ৭:৪৪ পিএম, ১২ অক্টোবর ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

বিশেষ প্রতিনিধি :  দেখভাল ও নজরদারির অভাবে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে সারাদেশে। যাদের একটু আধটু টাকা পয়সা নিয়ে এসেছিলেন তারা ?????????????????????????????????????????????????কৌশলে ভুয়া পরিচয়ে বাংলাদেশী সেজে বিদেশে পাড়ি জমাচ্ছেন । এক শ্রেনীর পাসপোর্ট দালাল মোটা অংকের টাকার লোভে এদের সহায়তা করছেন পাসপোর্ট অফিসে।

গোয়েন্দা সূত্র জানায়, ভুয়া কাগজপত্র দেখিয়ে পাসপোর্ট করতে এসে বগুড়ায় আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। তাদের সঙ্গে থাকা এক শিশুকেও আটক করে পুলিশ। বৃহস্পতিবার বগুড়া পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানায়, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনলাইনের মাধ্যমে ফরম পুরণ করেন হাজেরা বিবি (৩০)।

তিনি বৃহস্পতিবার ফিঙ্গার প্রিন্ট (আঙ্গুলের ছাপ) দিতে এসেছিলেন। এ সময় পাসপোর্ট অফিস’র কর্মকর্তার সন্দেহ হলে তিনি তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন। ওই নারীর কথায় অসামঞ্জস্যতা দেখে তিনি বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাকেসহ সঙ্গে থানা অপর নারী ও শিশুকে থানা হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, হাজেরার সঙ্গে আটক করা হয় তার মা আমেনা বিবি (৪৮) ও ওসমান গণি নামের ৭ বছরের সন্তানকে। তারা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম সনদসহ অন্যান্য কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন।

ওসি এমদাদ আরো বলেন, আটক দুই রোহিঙ্গা নারী ও শিশুকে কক্সবাজার পুলিশের কাছে পাঠানো হবে। গেলো আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সে দেশের সেনাবাহিনী। এতে প্রায় পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশ এসেছে। প্রশাসন তাদের চলাচল কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ করলেও অনেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছেন। এর আগে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাবার ঘটনাও ঘটেছে। অনেকে বাংলাদেশিদের বিয়ে করছেন বলেও অভিযোগ আছে।