• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

সাফজয়ীদের সংবর্ধনা ড.ইউনূসের-ঢাকায় স্থায়ী আবাসন চেয়েছে নারী ফুটবলাররা


প্রকাশিত: ৮:৪৮ পিএম, ২ নভেম্বর ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৭৫ বার

 

স্পোর্টস রিপোর্টার : সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধান দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা।সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধান দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। এদিন সকাল সাড়ে ১০টার পর যমুনায় প্রবেশ করেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ঢাকায় স্থায়ী আবাসন
চেয়েছে নারী ফুটবলাররা

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আজ (শনিবার) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নারী ফুটবল দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে সাবিনা খাতুনরা তাঁদের পরিবারের জন্য ঢাকায় আবাসন সুবিধা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। এছাড়াও আরো অনেক চাহিদার কথা জানিয়েছেন সাবিনারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বাফুফে ভবনে ফিরে অধিনায়ক সাবিনা খাতুন গণমাধ্যমে কথা বলেছেন।সাফজয়ী নারী ফুটবলারদের ঢাকায় স্থায়ী আবাসনের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে সাবিনা বলেছেন, ‘আমাদের পরিবারের অনেকে ঢাকায় আসে, কিন্তু তাদের থাকার জায়গা থাকে না। তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আমাদের পরিবারের জন্য একটি আবাসন ব্যবস্থার।’নিজেদের আবাসনের কথা ছাড়াও একাধিক ফুটবলারের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। এই ব্যাপারে সাবিনা বলেন, ‘মারিয়া, কৃষ্ণা, মনিকা, মাসুরাসহ অনেকেই ব্যক্তিগত সমস্যার কথা বলেছে। যেমন মনিকার বাড়িতে যাওয়ার রাস্তা খারাপ এবং সেই এলাকার বিদ্যুৎ সমস্যা।’

নারী ফুটবলারদের আবেদনগুলো লিখিত আকারে দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। সব সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছেন জানিয়ে সাবিনা বলেন, ‘তিনি আমাদের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে জেনেছেন। সবগুলো লিখিত দিতে বলেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে এই চিঠি দেব।’এছাড়া বাফুফের সহায়তার কথা উল্লেখ করে সাবিনা বলেন, ‘আমাদের মূলত দেখভাল করবে ফেডারেশন। নতুন সভাপতি তাবিথ (আউয়াল) স্যারকে আমাদের প্রয়োজনীয় সমস্যার কথা বলব। সামগ্রিকভাবে নারী ও পুরুষ উভয় ফুটবল দলের জন্য সরকারের সহায়তা চেয়েছি।’