• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সাপের সঙ্গে জেনিফার নগ্ন শরীরের তেলেসমাতি


প্রকাশিত: ৪:২১ এএম, ৪ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৫ বার

বিনোদন রিপোর্টার   :   সাপের সঙ্গে জেনিফার নগ্ন শরীরের তেলেসমাতি নিয়ে জোর আলোচনা indexচলছে।বলা হচ্ছে,  ব্রিটনি স্পেয়ার্সের পর এবার সাহসিকতার পরিচয় দিয়েছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মার্চ সংস্করণের জন্য নগ্ন শরীরে অনায়াসে জ্যান্ত সাপ জড়িয়ে পোজ দিয়েছেন অস্কারজয়ী এ অভিনেত্রী।

মেইল অনলাইন ও পেজসিক্স এক খবরে জানিয়েছে, ১৯৮১ সালে ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য প্রায় একই রকম ফটোশুট করেছিলেন নাস্তসজা কিঙ্কস্কি। সেই কভারকেই ট্রিবিউট জানিয়ে জেনিফারকে দিয়ে এই কভারশুট করিয়েছেন ফটোগ্রাফার প্যাট্রিক ডেমারশিয়েলার।
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন

জানা গেছে, যে সাপটি জেনিফারের বসন হয়েছে, সেটি কলম্বিয়ার ‘বোয়া’ প্রজাতির। এই সাপটি পিঠে ও গায়ে জড়িয়ে পোজ দিয়েছেন নগ্ন জেনিফার।

ফটোগ্রাফার প্যাট্রিক জানান, সাহস, সেক্সুয়ালিটির মিশেল যদি কিছু থাকতে হয়, তবে তার নাম জেনিফার লোপেজ। একই সঙ্গে জেনিফারের হিউমার আর টমবয় ভাবের কথাও উল্লেখ করেন তিনি।

মাত্র ২৪ বছর বয়সেই অস্কার খেতাব এসেছে জেনিফারের ঝুলিতে। এবার আরও এক নতুন কীর্তি গড়লেন তিনি। এর আগে ব্রিটনি স্পেয়ার পাইথনে অর্ধনগ্ন শরীর ঢেকেছিলেন। তবে সাহসের নিরিখে তাকেও টেক্কা দিলেন জেনিফার।