• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

সানির সেক্সি পোশাকের নেপথ্যে


প্রকাশিত: ৯:২৯ পিএম, ১৯ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০২৫ বার

বিনোদন প্রতিবেদক  :  হট বিকিনি হোক বা শিফন শাড়ি— যে কোনও পোশাকেই তাঁর ফ্যাশন 1স্টেটমেন্ট নজরকাড়া। তিনি সানি লিওন।কিন্তু জানেন, এই পোশাক ভাবনার নেপথ্যে কে? কার সাজেশন অনুযায়ী সাজগোজ করেন নায়িকা?

তিনি হলেন কস্টিউম ডিজাইনার তথা স্টাইলিস্ট হিতেশ কাপোপারা। গত পাঁচ বছর ধরে সানিকে সাজাচ্ছেন তিনি। হিতেশের কথায়, ‘‘পাঁচ বছর আগে এক জন পরিচালকের পরামর্শে আমার ডিজাইন করা তিনটি ড্রেস আমি সানিকে পাঠাই। প্রায় এক মাস পর আমার কাছে ফোন আসে। আমার ডিজাইন সানির পছন্দ হয়। তার পর থেকে ‘জিসম ২’, থেকে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ প্রায় সব ছবিতেই আমার ডিজাইনে সেজেছেন সানি।’’2

সানির সঙ্গে হিতেশের বন্ধুত্বের সম্পর্ক। হিতেশের হাতে রাখি পরিয়ে দেন নায়িকা। আবার তাঁর জন্য ছবির সেটে নিজে হাতে রান্না করেও নিয়ে আসেন। সব মিলিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক কাজের ক্ষেত্রেও পজিটিভ এনার্জি দেয় বলেই মনে করেন হিতেশ।