সানাইয়া জয়ের স্বপ্নে মিস ওয়ার্ল্ড বঙ্গদুহিতা!
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবার কি কপাল খুলবে কোনো লাস্যময়ী বাংলাদেশি তরুণীর! স্বপ্নজালবোনা মেধা-মনন ও সৌন্দর্যে মহিমাম্বিত কোনো বঙ্গদুহিতা কি ছিনিয়ে নেবে সেই কাঙ্খিত বিশ্বসুন্দরীর মুকুট? যদি এমনটি হয় যে, এবার বিশ্বসুন্দরীর মুকুটটি শোভা পায় কুচবরণ কন্যা মেঘবরণ চুলের কোনো শ্যামাঙ্গিণীর মাথায়; তাহলে কি অবাক হবার মতো কিছু হবে? তা নিয়ে সারাদেশে চলছে জমজমাট আলোচনা। চায়ের কাপে উঠছে ঝড়! স্যোসাল মিডিয়ায় প্রচারণা প্রপাগান্ডায় পড়ে গেছে হৈ চৈ।
প্রথমবারের মতো বাংলাদেশের নারীদের অংশ নেওয়ার সুযোগ দিয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতায় অনলাইনে রেজিষ্ট্রেশন করেন ২৬ হাজার ৩ শত ৭৮ জন। সেখান থেকে বাছাইপর্বে জয়লাভ করেন ১ হাজার ৭৪ জন। এরপর বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে জয়লাভ করেন ১৩০ জন তরুণী। এদের মধ্যে থেকে মেধা যাচাইয়ে নির্বাচিত হবেন প্রথমে ৪০ জন, ক্রমান্বয়ে ২০জন, ১৫জন, ১০জন, ৫জন এবং এরপর সর্বশেষ জন সেই ‘মিসওয়ার্ল্ড’ বাংলাদেশি তরুণী।
সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এই আসর সম্পর্কে অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, ‘এই প্রতিযোগিতায় আমাদের দেশের মেয়েরা তাদের মেধা, উৎকর্ষতা, মনন, পোশাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তারা দেশের ঐতিহ্য, নারীর অগ্রযাত্রার কথা তুলে ধরবেন এই প্রতিযোগিতায়। এটা আমাদের জন্য দারুণ আনন্দের।’
তিনি আরও বলেন, ইতোপূর্বে ‘মিসওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিকিনি বা সুইমিং কস্টিউমের একটা রাউন্ড ছিল। কিন্তু ২০১৫ সাল থেকে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এই রাউন্ডটি বাতিল করেছেন। এখন প্রতিযোগীরা নিজ নিজ দেশের পোশাক পরেই এতে অংশ নিতে পারবেন। ‘মিসওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের এই ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোও তাদের প্রতিনিধি পাঠাতে শুরু করেন।’
এদিকে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, এরই মধ্যে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত সেরা সুন্দরীদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে পরবর্তী ধাপের কার্যক্রম। এখানে যাচাই-বাছাইয়ের পর সেরা ৩০ জন সুন্দরী মেধাবীকে নিয়ে পবিত্র ঈদুল আযহা’র পূর্বরাত থেকে এনটিভিতে শুরু হবে মূল আয়োজন। পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে গালা রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। যিনি ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন, তিনিই ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।