• শুক্রবার , ৩ জানুয়ারী ২০২৫

সাড়ে ৪ শত কোটির নেকলেসে প্রিয়াংকা


প্রকাশিত: ১২:০৫ এএম, ২৩ মে ২৪ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৯১ বার

 


বিনোদন ডেস্ক : সাড়ে ৪শত কোটি টাকার নেকলেসের মডেল হলেন নায়িকা প্রিয়াংকা। ইতালির বিলাসবহুল ফ্যাশন সংস্থা বুলগারির একটি অনুষ্ঠানে যোগ দিতে রোমে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই অনুষ্ঠানে বুলগারির নতুন অমূল্য কিছু গয়না ও ঘড়ির কালেকশন প্রতমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে। তাদের এই বিশেষ কালেকশনের প্রতিটির মূল্য আকাশছোঁয়া।

প্রিয়াঙ্কার পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন অ্যানি হ্যাথওয়ে, লিউ ইফিইয়ের মতো অভিনেত্রীরাও। অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের।সাদা-কালো গাউনে প্রিয়াঙ্কা ক্যামেরাবন্দি হয়েছেন মোহময়ী রূপে। চুলের নতুন কাট থেকে গলায় ১৪০ ক্যারাটের হিরের নেকলেস— প্রিয়ঙ্কার সাজ ছিল মুগ্ধ করার মতো।

বুলগারির ওয়েবসাইট অনুসারে, অনুষ্ঠানে প্রিয়াঙ্কার গলায় ছিল লেসোথো (আফ্রিকার একটি দেশ) থেকে আনা হীরা দিয়ে তৈরি ১৪০ ক্যারাটের অ্যাটার্না সার্পেন্টি নেকলেস।বুলগারির তৈরি এত দামি হীরার এই নেকলেসটি আগে জনসমক্ষে প্রদর্শিত হয়নি। প্রিয়াঙ্কার গলাতেই প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে।