• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

সাঙ্গাকারা-দিলশানরা অবশেষে আসছেন বিপিএলে


প্রকাশিত: ৯:৫১ পিএম, ১৩ নভেম্বর ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

langka-www.jatirkhantha.com.bdস্পোর্টস রিপোর্টার:   সবকিছু গুছিয়ে আনার পর হঠাৎই ছন্দপতন ঘটেছিল শ্রীলংকান ক্রিকেট বোর্ডের ঘোষণায়। দেশটির ঘরোয়া লীগে খেলার জন্য ক্রিকেটারদের বিপিএলের ছাড়পত্র দেবে না বলে জানানো হয় দিন তিনেক আগে। ফলে বিপিএল খেলা অনিশ্চিত হয়ে যায় বোর্ডের চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের।

তবে বিপিএল সূত্রে জানিয়েছে, আসন্ন টি-২০র এই আসরে শ্রীলংকান ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। বিপিএল খেলতে আসা ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেবে লংকান ক্রিকেট বোর্ড। আর বোর্ডের সঙ্গে চুক্তিতে না থাকায় সদ্য অবসর নেওয়া কুমার সাঙ্গাকারা এবং তিলকারত্নে দিলশান এমনিতেই খেলতে পারবেন।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ছাড়পত্র নিয়ে খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সিলেট সুপার স্টারসের অজান্তা মেন্ডিস, রংপুর রাইডার্সের সুচিত্রা সেনানায়েকে, চিটাগাং ভাইকিংসের জীবন মেন্ডিস, বরিশাল বুলসের সেকুগ্নে প্রসন্ন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লাহিরু থিরিমান্নে।

তবে বোর্ডের অনুমতি নিয়ে খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে যারা নিউজিল্যান্ড সফরের জন্য দলে ডাক পাবেন তাদেরকে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে পুরো বিপিএলে খেলতে নাও পারেন তারা। ২৭ নভেম্বর শ্রীলংকার নিউজিল্যান্ড সফর শুরুর কথা।