• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

সাগর-রুনির খুনি খুঁজতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি


প্রকাশিত: ৭:৩২ পিএম, ১১ ফেব্রুয়ারি ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

1স্টাফ রিপোর্টার  :  সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যায় জড়িতদের এক মাসের মধ্যে খুঁজে বের করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সাগর-রুনি হত্যার চতুর্থ বার্ষিকীতে বৃহস্পতিবার এক সমাবেশে ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই হত্যার বিচার নিয়েই ঘরে ফিরবে।

তবে সাংবাদিকদের সকল সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে গেলে দ্রুত বিচার পাওয়া যাবে। আগামী এক মাসের মধ্যে এই হত্যার সঙ্গে জড়িতদের খুজেঁ বের না করতে পারলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি বাড়িতে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।