• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

সাকিব হারালো বাংলাদেশকে !


প্রকাশিত: ১১:৩৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

স্পোর্টস রিপোর্টার   :  ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’; ক্রিকেটের এই বহু প্রচলিত প্রবাদ আবার সত্যি প্রমাণিত হলো এশিয়া কাপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে। ভারতের ইনিংসের একাদশ ওভারেSakib-www.jatirkhantha.com.bd রোহিত শর্মার ক্যাচ ফেলে দিয়ে যেন ম্যাচটাই ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান।

২২ রানে জীবন পেয়ে রোহিত খেলেছেন ৫৫ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস। ভারতও পেয়ে গেছে ১৬৬ রানের বড় সংগ্রহ। জয়ের জন্য ১৬৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ১২১ রানে। ৪৫ রানের হতাশাজনক হার নিয়ে এশিয়া কাপ শুরু করতে হয়েছে বাংলাদেশকে।

সাকিব রোহিত শর্মার ক্যাচ মিস করার আগে বাংলাদেশ ছিল খুবই ভালো অবস্থানে। ১০ ওভার তিন বল শেষে ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ৫২ রান। কিন্তু শেষ ৫৭ বলে ১১৪ রান জমা করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।

১৬৭ রানের দুরুহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারের মধ্যেই বাংলাদেশ হারিয়েছিল দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকারের উইকেট। তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান।

কিন্তু খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ইমরুল। দশম ওভারে আউট হয়েছেন ১৪ রান করে। ১৩তম ওভারে সাকিবও মাত্র ৩ রান করে পড়েছেন রানআউটের ফাঁদে। ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলে সাব্বির ভালোই লড়াই চালিয়েছিলেন।

কিন্তু ১৫তম ওভারে সাব্বিরের বিদায়ের পরই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। শেষ পর্যায়ে মুশফিকুর রহিমের ১৬ ও তাসকিন আহমেদের ১৫ রানের ছোট ইনিংসগুলো বাংলাদেশের হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।ভারতের পক্ষে ভালো বোলিং করে ২৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন আশিস নেহরা।