• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

সাকিব ম্যাজিকে কাঁটা দূর তবে..


প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩০ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

স্পোর্টস ডেস্ক রিপোর্টার :  সাকিব ম্যাজিকে কাঁটা দূর হয়েছে। তবে..এখন আরো অপেক্ষা; নয়া জাদু লাগবে। তানাহলে বাংলাদেশের sakib-www.jatirkhantha.com.bdজয় হাতছাড়া হতে পারে?বুধবার সকালে দুই পথের কাটা ওয়ার্নার (১১২ )এবং স্মিথকে (৩৭) ফিরিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এই প্রতিবেদন লেখার সময় জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ৬৬ রান। হাতে ৩ উইকেট।

চতুর্থদিন মাঠে নামার আগে দুই দলের খেলোয়াড়দের ‘অন্য মুডে’ দেখা গেছে। খেলা শুরুর কিছুক্ষণ আগেও একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় অস্ট্রেলিয়ার অক্ষত ৯ ব্যাটসম্যানকে। কোচ লেম্যান বল ছুড়ে শিখিয়ে দিচ্ছিলেন কোন বল কীভাবে খেলতে হবে। নেট বোলার হিসেবে ছিল বাঁহাতি স্পিনারের আধিক্য। পরের সারির ব্যাটসম্যান ওয়েড, লায়ন, অ্যাগার ব্যস্ত ছিলেন আরেকটি নেটে।

একই সময়ে মূল মাঠে ড্রেসিংরুমের সামনে সাব্বির-ইমরুলকে ক্যাচিং করান  চণ্ডিকা হাথুরুসিংহে।। ব্যাটসম্যানের কাছাকাছি জায়গায় দাঁড়ানো ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন। তার মাশুলও গুনতে হয়েছে বাংলাদেশকে। আজ যেন তেমন কিছু না ঘটে তারই প্রস্তুতি।

তৃতীয় দিনে দ্রুত দুই উইকেট হারালেও স্মিথ (২৫*) আর ওয়ার্নারের (৭৫*) ব্যাটে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে তামিম ইকবাল বলছিলেন, জিততে হলে ওয়ার্নার-স্মিথ জুটি ভাঙতে হবে দ্রুত।